কংগ্রেস নেতা আইনজীবী কৌস্তভ বাগচি জামিন পেলেন
জামিন পেলেন কংগ্রেস নেতা আইনজীবী কৌস্তভ বাগচি। শুক্রবার গভীর রাতে ব্যারাকপুরে কৌস্তভের বাড়িতে ঢোকে বড়তলা থানার পুলিশ। শনিবার সকাল ৮টায় তাঁকে গ্রেফতার করে। দুপুরে ব্যাঙ্কশাল আদালতে কৌস্তভকে তোলা হয়। প্রায় ১০০ জন আইনজীবী কৌস্তভের হয়ে সওয়াল করেন। কৌস্তভের গ্রেফতার নিয়ে প্রতিবাদে সোচ্চার হয়েছে শুধু কংগ্রেস-বামেরা নয়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে তৃণমূল নেতা কুণাল ঘোষ। দীপক ঘোষের লেখা মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কিত বই নিয়ে উদ্ধৃতি দিয়েছিলেন কৌস্তভ। পড়ার জন্য আবেদন করেছিলেন তিনি। কংগ্রেস নেতা অধীর চৌধুরীর ব্যক্তিগত বিষয়ে মমতা মন্তব্য করায় কৌস্তভ দীপক ঘোষের বইয়ের কথা বলে পাল্টা প্রতিবাদ করেছেন।